রাবিতে রক্তদাতা সংগঠন ‘স্বজনের’ যুগপূর্তি উৎসব কাল
https://www.obolokon24.com/2015/02/-post_43.html
সোহেল পারভেজ,রাজশাহী প্রতিনিধি-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন ‘স্বজন’
এর যুগপূর্তি উৎসব ও বার্ষিক সাধারণ সভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরম্নল ইসলাম মিলনায়তনের সামনে দিন-ব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হবে।
রোববার বেলা ১১টায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি কাওছার আহ-মেদ জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন এবং বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। এতে অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যৰ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন ও প্রক্টর প্রফেসর তারিকুল হাসান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন প্রখ্যাত কথা-সাহিত্যিক হাসান আজিজুল হক। মঙ্গলবার সকাল ৯টায় উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরম্ন হবে। এরপর সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা, বিকাল তিনটায় আলো-চনা সাধারণ সভা এবং সাড়ে পাঁচ-টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ফামের্সি বিভাগের সভাপতি মীর ইমাম ইবনে ওয়াহেদ, স্বজনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি সাইফুল ইস-লাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহিন, দপ্তর সম্পাদক ইমাম উদ্দিন ইমু প্রমূখ।