ফলোআপ ঃঅতি দরিদ্রদের বিস্কুটসহ হাতেনাতে আটক শিক্ষক।
https://www.obolokon24.com/2015/02/-post8.html
আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত - লিখিত অভিযোগ শিক্ষিকার
প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি)
ডোমার(নীলফামারী )প্রতিনিধি ঃ নীলফামারীর
ডোমারে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অতি দরিদ্রদের জন্য স্কুল ফিডিং
প্রোগ্রামের বিস্কুটসহ শিক্ষককে হাতে নাতে ধরার অভিযোগ বিদ্যালয়ের সভাপতি ও এলাকাবাসী
।অপরদিকে সংশ্লিষ্ট শিক্ষকের অভিযোগ,তাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত ।এ ব্যাপারে গতকাল রবিবার দুপুরে উপজেলা শিক্ষা
অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছে শিক্ষক।
জানা গেছে,এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ শহীদ ম্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
“অতি দরিদ্রদেরজন্য স্কুল ফিডিং প্রোগ্রাম” এর বিস্কুট শিক্ষকরা বাড়ী নিয়ে যায় ।গত শনিবার বিকাল চারটায়
বিদ্যালয় ছুটি হলে শিক্ষকরা বাড়ী যাওয়ার সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি ও এলাকাবাসী
ঘিরে রাখে সন্ধ্যা সাড়ে ছয়টা পযর্ন্ত ।পুলিশ এসে প্রাক শাখার
সহকারী শিক্ষিকা রিনা আক্তারের ব্যাগ থেকে সাতটি বিস্কুটের প্যাকেট উদ্ধার করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রফিকুল ইসলাম জানান,আমার ধারনা তাকে ফাসাঁনো হয়েছে ।
এ ব্যাপারে সহকারী শিক্ষিকা রিনা আক্তার জানান,
তাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত এটা ।ক্লাসে অবস্থানের সময় কে কাহারা আমার ব্যাগে রাখে। যা আমি অবগত নই ।বিষয়টি আমার অগোচরে ঘটেছে ।
এলাকার একাধিক অভিভাবক জানায়, সভাপতি, প্রধানশিক্ষক,
শিক্ষিকদের মামলা,জিডি ,মানববন্ধন,স্কুলে তালা এমন দ্বন্দে
বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। হুমকির মুখে ৭‘শত কোমলমতি শিক্ষার্থীর শিক্ষাজীবন ।বর্তমান কমিটি বাতিল,সকল শিক্ষকদের অন্যত্র
বদলি করে উপজেলার মডেল ওই বিদ্যালয়টির মান টিকিয়ে রাখতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন
করেন তাঁরা।