স্ত্রী কে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
https://www.obolokon24.com/2015/02/-post3_90.html
ভ্রাম্যমান
প্রতিনিধি- মঙ্গলবার
দুপুরে
নীলফামারীর
অতিরিক্ত
দায়রা
জজ
রেজা
মোঃ
আলমগীর
হাসান
দ্বিতীয় স্ত্রী
বেগম
(২৮) কে হত্যার
ঘটনার
মামলায়
স্বামী
আবুল
কাশেম(৪০) কে
মৃত্যুদণ্ড
দিয়েছেন।
মামলা সুত্র মতে নীলফামারী শহরের বাড়াইপাড়ার মৃত. আলিজান মিয়ার পুত্র কাশেম
২০০৭ সালের ১৮সেপ্টেম্বর রাতে তার দি¦তীয় স্ত্রী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিশমুড়ি গ্রামের মৃত চৈতই মাহমুদের কন্যা বেগমকে হত্যা করে বাড়ির পাশে বাঁশঝাড়ে মাটি চাপা দিয়ে রেখে
প্রচারনা চালায় তার স্ত্রী অন্যজনের সাথে পালিয়ে গেছে। এই প্রচারনার পর থেকে কাশেম পলাতক। ঘটনার ৫ দিন পরে ২৩ সেপ্টেম্বর সকালে এলাকাবাসী বাঁশঝাড়ে বেগমের লাশের সন্ধান পায়। খবর পেয়ে হত্যার শিকার বেগমের ভাই ইয়াসিন আলী ঘটনাস্থলে এসে বোনের লাশ সনাক্ত করেন। এরপর নিজে বাদী হয়ে সেদিন দুপুরেই নীলফামারী থানায় বোনের স্বামী কাশেমকে আসামী করে হত্যা মামলা করেন (মামলা নম্বর ১৭ তারিখ ২৩/০৯/২০০৭)। তদন্ত শেষে পুলিশ আসামী কাশেমের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আদালতে দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার পলাতক কাশেমের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আজিজুল ইসলাম প্রামানিক এবং আসামী পক্ষে নুরুল আহসান হেলাল।