ডেসটিনির আত্মসাৎকৃত টাকা ফেরত পাবেন জনগণ
https://www.obolokon24.com/2015/02/-post3_24.html
গতকাল
সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ডেসটিনি জনগণের যে টাকা আত্মসাৎ করেছে তা তাদের ফেরত দেয়া হবে। তিনি বলেন,
ডেসটিনি সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। জনগণের আত্মসাৎকৃত টাকা কোথাও যায়নি,
টাকা জনগণ ফেরত পাবে।
প্রতিমন্ত্রী বলেন, টাকা আত্মসাৎয়ের দায়ে ডেসটিনির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে।
তাই বিষয়টি আইনের আওতায় রয়েছে। আইনের মাধ্যমেই তাদের বিচার হবে। তিনি বলেন, ডেসটিনির মাধ্যমে যাদের টাকা আত্মসাৎ হয়েছে তারা অবশ্যই সুষ্ঠু বিচার পাবেন। ডেসটিনির অনেক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডেসটিনি জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সম্পদ করেছে।প্রতিমন্ত্রী বলেন, টাকা আত্মসাৎয়ের দায়ে ডেসটিনির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে।