ডোমারে ক্ষমতার দাপটে সীমানা ঘেঁষে ঘড় নির্মাণের অভিযোগ।

আনিছুর রহমান মানিক
ভ্রাম্যমান প্রতিনিধিঃডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে প্রতিপকে ঘায়েল করতে মতার দাপটে সীমানা ঘেষে পাঁকা ঘড় নির্মাণের অভিযোগ। অভিযোগ সুত্রে যানাযায়,ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের ছোটরাউতা চাকধাপাড়া গ্রামের মৃত ভানু সরকারের পুত্র ডোমারের সুনামধন্য ক্যাসিক টেইলার্স এর মালিক কানু সরকার  অত্র এলাকায় ১০শতক জমি খরিদ মূলে  দির্ঘ ১০ বছর যাবত বাড়ী নির্মাণ করিয়া ভোগ দখল করে আসছে।
প্রতিবেশী মৃত শোশী মোহনের পুত্র উপজেলা নির্বাহী অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী  ফুলেন চন্দ্র রায় সরকারী কর্মকর্তার দাপট খাটিয়ে বিভিন্ন সময় কানু সরকারের দেয়াল ঘেষে গাছ লাগিয়ে দেয়াল নষ্ট করার পায়তারা করে আসছে। কানু সরকার বিষয়টি স্থানীয় প্রতিনিধিদের জানিয়ে গাছ কর্তনের ব্যাবস্থা করায় ফুলেন প্রতিশোধ পরায়ন হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় বিবাদী ফুলেন তৎকালীন ইউএনও ও তহশীলদারের জোগসাজেসে  কানু সরকারের কবলাকৃত জমির দাগ খতিয়ান তার খরিদকৃত দলিলে অন্তরভূক্ত করে ঝগড়া বিবাদের চেষ্টা চালায়। কানু সরকার তা জানার পরে গত ২৬/১১/১৪ সহকারী কমিশনার ভূমি বরাবরে খারিজ বাতিল ও সংশোধনীর মোকদ্দমা দায়ের করে। তাতে করে ফুলেন আরো বেশী প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠে। গত কয়েকদিন পূর্বে কানু সরকারের বাড়ীর প্রাচির ঘেষে পৌরসভার নিতিমালাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নিয়মবহিরর্ভূত ভাবে পাকা ঘড় নির্মাণ করেছে। তাতে বার বার বলা সত্তেও সে কর্ণপাত না করে সরকারী কর্মকর্তার দাপট দেখিয়ে দেয়াল তুলে ঘড়ে টিন পর্যন্ত লাগিয়েছে।  এতে তারঘড়ের ছইনচার পানি পড়ে কানু সরকারের দেয়াল ভিজে ধসে পড়ার আশংখ্যা রয়েছে শতভাগ। এ বিষয়ে কানু সরকার গত ১৪/১২/১৪ তারিখে ডোমার পৌর মেয়রের বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। পৌর মেয়র বিষয়টি আমলে নিয়ে সরেজমিনে তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানকে অবগত করেন। কানু সরকার জানান,আসলে তারা আমাকে ও আমার পরিবার কে হেনেস্থা করতেই একের পর একটা গন্ডগোল করে আসছে। কিছু বলতে গেলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ ভূক্তভূগীদের। ফুলেনের অত্যাচারে কানু সরকারের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন। বিষয়টি অশু সমাধানে উর্দ্ধতন কর্তৃপরে হস্তপে কামনা করেন।

পুরোনো সংবাদ

রংপুর 9043320732214015348

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item