চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল
https://www.obolokon24.com/2015/01/blog-post_94.html
রোববার রাতে গুলশানে নিজ বাসভবনে বার্ধক্যের কারণে তিনি মারা যান সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে সাবেক বিচারপতি মোস্তফা কামাল ৩ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কিংবদন্তী লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দীনের ছেলে।
বিচারপতি মোস্তফা কামাল ১৯৯৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তিনি ১৯৩৫ সালে নীলফামারী জেলার ডোমার উপজেলায় জন্ম গ্রহণ করেন৷ তিনি ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন৷ তিনি ১৯৪৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ম স্থান অধিকার করেন এবং জগন্নাথ কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ম স্থান অধিকার করেন৷ পরবর্তীতে ১৯৫৩ ও ১৯৫৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বি.এ (অনার্স) ও এম. এ ডিগ্রী অর্জন করেন৷ এছাড়া তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিকস্ এন্ড পলিটিকাল সাইন্স থেকে পলিটিকাল ইকোনোমিকস্ বিষয়ে এম. এস. সি ডিগ্রী অর্জন করেন এবং ১৯৫৯ সালে লিনকনস্ ইন থেকে সম্মান সূচক বার এট-ল ডিগ্রী লাভ করেন৷