টেলিভিশন নাটকের রিয়েলিটি শো/ রাজশাহীর নাটক ‘কুহেলিকা’২য় রাউন্ডের সেরা ১২-তে উন্নিত
https://www.obolokon24.com/2015/01/blog-post_87.html
সোহেল পারভেজ,রাজশাহী প্রতিনিধি-এটিএন বাংলায় গতকাল শুক্রবার রাতে টেলিভিশন নাটক নিয়ে রিয়েলিটি শো-রয়েল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কুট’র প্রাথমিক রাউন্ডে রাজশাহী জেলার নাটক ‘কুহেলিকা’ প্রচারিত হয়।
নগরীর আলুপট্রি মোড়ে বড় পর্দায় জেলার নাটক ‘কুহেলিকা’ পরিবে-শনকালে অন্যান্যের মধ্যে সাবেক সিটি মেয়র এএইচএম খায়রম্নজ্জামান লিটন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, মহানগর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের
ট্রাস্টি তপন কুমার সেনসহ নাটকটির অভিনেতা, নির্দেশক ও রচনাকারি উপসি’ত ছিলেন।নগরীর আলুপট্রি মোড়ে বড় পর্দায় জেলার নাটক ‘কুহেলিকা’ পরিবে-শনকালে অন্যান্যের মধ্যে সাবেক সিটি মেয়র এএইচএম খায়রম্নজ্জামান লিটন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, মহানগর
রাজশাহী জেলার নাটক ‘কুহেলিকা’ ২য় রাউন্ডের সেরা ১২-তে উন্নিত হয়েছে বলে জানা গেছে। কুহেলিকা’র রচয়িতা আসাদুলস্নাহ মামুন ও নির্দেশনায় ডা. এম এস ইসলাম অনি।
উলেস্নখ্য, খ্যাতিমান পরিচালক ও নাট্যকার সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড-এর তত্ত্বাবধানে রাজশাহী অঞ্চল থেকে মোট ৪টি নাটক নির্মিত হয়। এগুলো হলো- রাজশাহী জেলার নাটক কুহেলিকা, চাঁপাই-নবাবগঞ্জের দৌড়, নাটোরের মুখোশ ও নওগাঁর তরঙ্গ।