নতুন বাজার খুঁজতে হবে, নতুন পণ্য বাড়াতে হবে: শেখ হাসিনা
https://www.obolokon24.com/2015/01/blog-post_60.html
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসা করার জন্য সরকারে আসিনি। এসেছি ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করতে। বিদেশে বাংলাদেশের পণ্যের বাজার বৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের
ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় দেশেও পণ্যের চাহিদা বাড়ছে। গত ৫ বছরে দেশের বাণিজ্যে ১৪ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২১ সালের মধ্যে আমরা তৈরি পোশাক রফতানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ব্যবসায়ীদের এজন্য কাজ করতে হবে।’
ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় জয়ের মাধ্যমে বিশাল সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার অর্জিত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন,
‘ইতোমধ্যে আমরা দেশে ব্লু -ইকোনমি বিষয়ে সম্মেলন আয়োজন করেছি। আগামী দিনে এ ব্লু- ইকোনমি দেশের অর্থনীতিতে অবদান রাখবে।’
রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ২০তম এ মেলায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র,
ব্রিটেন,
অস্ট্রেলিয়া,
জামার্নিসহ ১৪টি দেশের ৪৮টি প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। এবারের মেলায় ১৩ লাখ ৭৩ হাজার বর্গফুট আয়তনে দেশি-বিদেশি ৫১৬টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এছাড়া প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ২৯টি সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। এবার প্রাপ্ত বয়স্কদের জন্য মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০ টাকা এবং শিশুদের জন্য বিশ টাকা।