ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রো সিএনজি সংঘর্ষ ॥ ৫ জন আহত
https://www.obolokon24.com/2015/01/blog-post_2.html
তানজিম আহমেদ,সিলেট প্রতিনিধি-ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর নামকস্থানে মাইক্রো-সিএনজির সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত মাইক্রোযাত্রীকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনার খবর পেয়ে শত শত জনতা ঘটনাস্থলে ভীড় করে মহাসড়কে যান চলাচল বন্ধ অবরোধ করে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা যায়, গতকাল শুক্রবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট মাইক্রো (হাইয়েছ) (ঢাকা মেট্টো চ-১৩-৩৮৪৭) ও একই দিক থেকে আসা অটোরিক্সা সিএনজি (হবিগঞ্জ থ-১১-২০০৮) বাইপাস রাস্তায় প্রবেশের সময় ধাক্কা লেগে মাইক্রোটি মহাসড়ক থেকে পড়ে ধুমরে মুচড়ে যায়। এ সময় যাত্রীদের চিৎকারে এলাকার মানুষ ছূটে এসে তাদের উদ্ধার করে। মাইক্রোর সামনের সিটে থাকা এক যাত্রীকে অচেতন অবস্থায় গাড়ি কেটে বের করা হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক যাত্রী জানান, দূর্ঘটনা কবলিত ঐ গাড়িটি লোকাল যাত্রী বহন করে সিলেটের দিকে যাচ্ছিল। দূর্ঘটনার খবর পেয়ে শত শত উৎসুক জনতা ভীড় জমালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।