ছাঁটাই কেন্দ্র করে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
https://www.obolokon24.com/2015/01/-post8_96.html
মোস্তাফিজুর রহমান(সুজন) সাভার, ঢাকা প্রতিনিধি- ছাঁটাইকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ডিকে নিটওয়্যার গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার (০৭ জানুয়ারি) ডিকে গার্মেন্টসের আট শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে ভাঙচুর ও বিক্ষোভ শুরু করে। সংঘর্ষের আশঙ্কায় ওইদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার ভেতরে অবৈধভাবে ভাঙচুর ও আন্দোলন করার অভিযোগে বৃহস্পতিবার সকালে ২৬ শ্রমিককে ছাঁটাই করে কারখানার মূল ফটকে ছবি টানিয়ে দেয় মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করলেও ওই ২৬ শ্রমিককে কারখানায় ঢুকতে দেননি নিরাপত্তা কর্মীরা।
এরপর ২৬ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করলে শিল্প পুলিশ তাদের সরিয়ে দেয়।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ডিকে নিটওয়্যার গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার (০৭ জানুয়ারি) ডিকে গার্মেন্টসের আট শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে ভাঙচুর ও বিক্ষোভ শুরু করে। সংঘর্ষের আশঙ্কায় ওইদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার ভেতরে অবৈধভাবে ভাঙচুর ও আন্দোলন করার অভিযোগে বৃহস্পতিবার সকালে ২৬ শ্রমিককে ছাঁটাই করে কারখানার মূল ফটকে ছবি টানিয়ে দেয় মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করলেও ওই ২৬ শ্রমিককে কারখানায় ঢুকতে দেননি নিরাপত্তা কর্মীরা।
এরপর ২৬ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করলে শিল্প পুলিশ তাদের সরিয়ে দেয়।