ডোমার-চিলাহাটিতে কনকনে শীত আর পুরোনো শীত কাপড়ের দোকানে জমেছে ভিড়
https://www.obolokon24.com/2015/01/-post7.html
আবু ছাইদ, চিলাহাটি (নীলফামারী) : প্রচন্ড শীত থেকে মানুষ বাঁচার জন্য রাস্তার পার্শ্বে, রেল লাইনের উপরে, হাট বাজারের গলি ও মোড়ে বসা পুরনো কাপড়ের দোকান গুলোতে বেশ ভিড় জমাচ্ছে। শীত কাটানোর জন্য এই সমন্ত দোকান গুলোতে সকল পেশা ও শ্রেনীর মানুষ ছুটছে। ডোমার উপজেলার ছোট বড় সব হাট বাজারে এই পুরনো শীত কাপড়ের দোকান গুলো বসেছে। এইসব কাপড়ের দোকানগুলোতে দেশী বিদেশী পুরনো শীত কাপড় কমদামে
নিজের পছন্দ মত পাওয়া যাচ্ছে। দামে কম মানে ভালো হওয়ায় উপজেলার সকল শ্রেনীর নারী পুরুষ দোকান গুলোতে ভিড় জমাচ্ছে। কয়েক বছর আগে ফিরে গেলে দেখা যায় এসব দোকানগুলোতে ভিড় জমাতো দুঃস্থ, গরীব ও অসহায় মানুষ কিন্তু আজ আর তা নেই। দেখা যাচ্ছে এইসব দোকানে ধনী গরীবের আর কোন ভোদাভেদ নেই। পাশাপাশি শুধু ক্রেতা নয় এই ব্যবসায় কিছু কিছু নতুন ব্যবসায়ীও দেখা যাচ্ছে।
নিজের পছন্দ মত পাওয়া যাচ্ছে। দামে কম মানে ভালো হওয়ায় উপজেলার সকল শ্রেনীর নারী পুরুষ দোকান গুলোতে ভিড় জমাচ্ছে। কয়েক বছর আগে ফিরে গেলে দেখা যায় এসব দোকানগুলোতে ভিড় জমাতো দুঃস্থ, গরীব ও অসহায় মানুষ কিন্তু আজ আর তা নেই। দেখা যাচ্ছে এইসব দোকানে ধনী গরীবের আর কোন ভোদাভেদ নেই। পাশাপাশি শুধু ক্রেতা নয় এই ব্যবসায় কিছু কিছু নতুন ব্যবসায়ীও দেখা যাচ্ছে।