‘বন মানুষে’র মানবাধিকার!
https://www.obolokon24.com/2014/12/blog-post_800.html
২০ বছর ধরে বোয়েন্স আয়ার্সের এক চিড়িয়াখানায় বাস করছে বন মানুষ ‘সানদ্রা’। প্রাণী হলেও কিছু কিছু ক্ষেত্রে তার মানুষের মত চলার অধিকার রয়েছে। একি সাথে তাকে মুক্ত করে দেবার নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার এক আদালত।
আর্জেন্টিরা স্থানীয় একটি প্রাণী অধিকার রক্ষা সংগঠন এক মাস আগে সানদ্রার অধিকার প্রতিষ্ঠার
জন্য আদালতে মামলা দায়ের করে। সানদ্রার জন্ম জার্মানে,
তবে অধিকাংশ সময় ধরেই সে আর্জেন্টিনার চিড়িখানায় বাস করছে।
গত ১৮ ডিসেম্বর আদালতের দেয়া রায়ে বলা হয়, “বিচারবিভাগের তদন্ত এটা প্রমাণ করেছে যে প্রাণিটির অধিকার রয়েছে এবং তা প্রতিষ্ঠা করতে হবে।”
বন মানুষটির পালনকারি আন্দ্রেস গিল ডমিনিগিউয়েজ জানান, “আদালতের রায় অপ্রত্যাশিত। এ রায়ের ফলে সানদ্রার মুক্তিকে দিতে হবে। এখন এটাকে অভয়ারণ্যে মুক্ত করে দিতে হবে। বিষয়টি নিয়ে আরো আলোচনা প্রয়োজন।”
এর আগে এ মাসের শুরুতে আমেরিকার আদালতে বন্য প্রাণী নিয়ে দেয়া এক রায়ে বলা হয়, বন মানুষের কোনো নাগরিক অধিকার নেই।