জিম্বাবুয়ের দায়িত্ব নিলেন হোয়াটমোর
https://www.obolokon24.com/2014/12/blog-post_59.html
নতুন দায়িত্ব নিয়েছেন ডেভ হোয়াটমোর। বাংলাদেশের সাবেক এই কোচ জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ হয়েছেন। এর আগে এশিয়ান দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান।
জানা গেছে,
আসছে বিশ্বকাপে তার অধীনেই অংশগ্রহণ করবে জিম্বাবুয়ে।
সম্প্রতি বাংলাদেশ সফরে বাজে পারফর্ম করার পর প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন স্টিভেন ম্যাঙ্গোঙ্গো।
তার পরিবর্তে অভিজ্ঞ হোয়াটমোরকে বেছে নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপ শুরুর আগে হোয়াটমোরের দুবাইভিত্তিক ক্রিকেট একাডেমিতে অনুশীলন করবেন টেলররা।
সীমিত সময়ের মধ্যেই হোয়াটমোরের অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করতেই এমন কৌশল গ্রহণ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
তার অধীনে ১৯৯৬ সালে বিশ্বকাপ জিতেছে লঙ্কানরা। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইটরাইডার্স ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
তার অধীনেই বাংলাদেশ দারুণ স্মরণীয় কিছু জয় পায়। ২০০৭ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর আনন্দটা তার অধীনেই পায় বাংলাদেশ।