১৫৫ যাত্রী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়ার বিমান
https://www.obolokon24.com/2014/12/blog-post_237.html
ডেস্ক
রিপোর্ট- এয়ার এশিয়ার সিঙ্গাপুরগামী একটি যাত্রীবাহী বিমানের হদিস পাওয়া যাচ্ছে না। ৭জন ক্রুসহ ১৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে অাজ বিমানটি নিখোঁজ হয়। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যম একথা জানায়। খবর টাইমস অব ইন্ডিয়া ও বিবিসির
হাদি মোস্তফা নামে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ফ্লাইট কিউজেট ৮৫০১ বিমানটি স্থানীয় সময় অাজ সকাল ৬টা ১৭ মিনিটে জাকার্তার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়। ইন্দোনেশিয়ার সুরাবাইয়া বিমানবন্দর থেকে সিঙ্গাপুর যাচ্ছিল এয়ারবাস ৩২০-২০০ বিমানটি।
হাদি আরো জানান যে, বিমানটি যোগাযোগ হারিয়ে ফেলার আগে নিয়মিত রুট ছেড়ে অন্য একটি রুটে যাওয়ার ব্যাপারে জানতে চেয়েছিল। স্থানীয় সময় ৭টার পর বিমানটি যোগাযোগ হারায় বলে এয়ার এশিয়া এক টুইটার বার্তায় জানায়। বিমানটির খোঁজে অভিযান শুরু হয়েছে বলেও কোম্পানিটির তরফে বলা হয়েছে।
সিঙ্গাপুর সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুর বিমানবন্দরে ফ্লাইট কিউজেট৮৫০১ অবতরণের কথা ছিল। ফ্লাইটিকে 'বিলম্বিত'
হিসেবে বিমানবন্দরটির ওয়েবসাইটে দেখানো হয়েছে।